May 20, 2024, 9:17 am
Headline :
চৌদ্দগ্রামে লুন্ঠিত ১৭৬টি গ্যাস সিলিন্ডার উদ্ধারসহ ০১জন ডাকাত গ্রেফতার তিতাসে শত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ চৌদ্দগ্রাম থানা কর্তৃক ৬০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার। সিংড়ায় ভোক্তা-অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠান কে জরিমানা হোমনায় উদীচী শিল্পীগোষ্ঠীর নতুন কমিটি গঠন চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের দাবি খুনীর ফাঁসি চাই মাদরাসায় ফ্রিজ উপহার দিলেন ঢাকার ব্যবসায়ী আঃ রহমান সড়ক থেকে ছিটকে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৫ আহত ১৫ হজ্বের অনুমতি ব্যতিত ঘোষিত ভৌগলিক এলাকা ধরা পড়লে ১০০০০ রিয়াল জরিমান একাধিক লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা হবে দ্বিগুণ দক্ষ জনগোষ্ঠী তৈরিতে আগামীতে প্রতিটি ৩০টি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে – রাসিক মেয়র

রাজশাহীতে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের ১৯৬তম জন্মবার্ষিকী পালন

রাজশাহী প্রতিনিধি

‘বাঁচিয়ে রাখি মানবতা’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে ৮ই রেডক্রস/ রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের ১৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, অসহায় আর্তপীড়িত মানুষের পাশে রেডক্রিসেন্ট সব সময় আছে। যেকোন প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকান্ড, ঝড়, জলচ্ছ্বাস, যুদ্ধবিগ্রহে মানুষের পাশে থাকে এ সংস্থাটি। রেডক্রিসেন্ট গৌরবাজ¦ল ভূমিকা রয়েছে। এর কার্যক্রমকে মর্যাদা দেয়। কিশোর-কিশোরীদের রেডক্রিসেন্টের কার্যক্রমে অত্মনিয়োগ করে নিজের, দেশের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।
রাজশাহীতে হেতমখাঁয় রেডক্রিসেন্টের স্থায়ী ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঘোষণা রাসিক দেন মেয়র। রাজশাহীতে চলতি বছর শেষে রেডক্রিসেন্ট ক্যাম্প করার ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক, বক্তব্য দেন কার্যনির্বাহী পর্ষদ সদস্য প্রফেসর চৌধুরী সরওয়ার জাহান সজল, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, প্রফেসর ড. ফরিদা সুলতানা, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, প্রজেক্ট অফিসার সাজেদুর রহমান, ডাঃ মোঃ শাহনেওয়াজ রশীদ, ফাইন্যান্স ও এডমিন অফিসার মফিজুর রহমান।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালীটি নগরীর আলুপট্টি হয়ে রাজশাহী কলেজে এসে শেষ হয়। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

পাইলট প্রোগ্রাম্যাটিক পার্টনারশীপ প্রোগ্রামের সহযোগিতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটিইউনিটের উদ্যোগে আয়োজিত  বিশ^ রেডক্রস/রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জীন হেনরি ডুনান্টের ১৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি, দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page